বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

নেপালে জেল ভেঙে পালালো শত শত কয়েদি


Nepal

নেপালে বিভিন্ন সরকারি স্থাপনায় জেন জি আন্দোলনকারীরা হামলা চালিয়েছে। এ আন্দোলন চলাকালীন সময়ে নেপালের পশ্চিমাঞ্চলীয় দুটি জেলায় দুটি কারাগার ভাঙার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা। দেশটির কাস্কি জেলার পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে জেন জি আন্দোলনকারীরা কারাগারে প্রবেশ করলে সেখান থেকে ৭৭৩ জন কয়েদি পালিয়ে যায়।

অন্যদিকে দাং প্রদেশের তুলসিপুরে অবস্থিত কারাগার থেকে ১২৭ জন বন্দি পালিয়েছে বলে স্থানীয় পুলিশ খবর দিয়েছে। স্থানীয় গণমাধ্যমে আরও কয়েকটি কারাগারে এ ধরনের কয়েদি পালানোর খবর প্রকাশিত হয়েছে, তবে সেগুলো এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে স্থানীয় পুলিশ সুপার হেরাম্ব শর্মা বলেছেন, সন্ধ্যা ৭টার দিকে প্রায় ৫০০ বিক্ষোভকারী লাঠিসোটা নিয়ে কারাগারে উপস্থিত হন। তারা এসে কারাগার ভাঙা শুরু করেন। অপরদিকে ভেতরে থাকা কয়েদিরা দেওয়াল ভাঙতে রান্নার কাঠ ব্যবহার করেন।

একটা পর্যায়ে কারাগার ভেঙে ফেলেন তারা। তবে বিক্ষোভকারীর সংখ্যা পুলিশের চেয়ে অনেক বেশি হওয়ায় কিছু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। জেল ভাঙার ঘটনার পর সেখানে কারফিউ জারি করা হয়। বর্তমানে শহরটিতে উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে পুলিশ জরুরি বৈঠকে বসবে। এদিকে কারাগার ভেঙে কয়েদিরা পালিয়ে যাওয়ার পর সাধারণ নেপালিরা নিন্দা জানিয়েছে। তারা বলছে, জেন-জির বিক্ষোভকারীরা এ ধরনের কোনো কাজ করেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সুযোগে অপরাধীরা এ কাজ করেছে বলে মন্তব্য তাদের।