বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক গুলিতে নিহত


Charlie-Kirk
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং টার্নিং পয়েন্ট ইউএসএর সহ–প্রতিষ্ঠাতা চার্লি কার্ক (৩১) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) উটাহ ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাসে বক্তৃতা দেওয়ার সময় এ হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তৃতাকালে হঠাৎ এক ব্যক্তি গুলি চালালে একটি গুলি সরাসরি তার গলায় লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

এফবিআই নিশ্চিত করেছে, হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে লিখেছেন, “আজকের ভয়াবহ গুলিতে চার্লি কার্কের মৃত্যুতে জড়িত ব্যক্তি এখন আমাদের হেফাজতে। স্থানীয় ও রাজ্য কর্তৃপক্ষ এফবিআইকে সহযোগিতা করেছে, এজন্য ধন্যবাদ।”

চার্লি কার্ক সম্প্রতি “দ্য আমেরিকান কমব্যাক ট্যুর” নামে একটি রাজনৈতিক সফরে যুক্ত ছিলেন। এই সফরের মাধ্যমে তরুণদের মধ্যে রক্ষণশীল আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির বিভিন্ন শীর্ষ রাজনৈতিক নেতা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কার্কের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, এ হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার নতুন এক অধ্যায় উন্মোচন করতে পারে।

সূত্র: সিএনএন ও বিবিসি