কাতারের রাজধানী দোহায় হামলার একদিন পরই ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৫ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। উদ্ধারকাজ এখনো চলছে, হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সানার আল-তাহরির এলাকার ঘরবাড়ি ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কের একটি চিকিৎসাকেন্দ্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-জাওফের রাজধানী আল-হাজমের সরকারি কমপাউন্ডও ধ্বংস হয়েছে। বোমাবর্ষণের পর সৃষ্ট আগুন নেভানো ও ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো কাজ করছে।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হামলায় অনেকে নিহত ও আহত হয়েছেন এবং বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিছু ইসরায়েলি যুদ্ধবিমানকে হামলা না করেই ফিরতে বাধ্য করেছেন।
ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, সানা ও আল-জাওফের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা







































