বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল হংকং


Bangladesh
এশিয়া কাপের টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করতে হলে বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য স্পর্শ করতে হবে। আবুধাবির ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের শুরু দারুণ হয়।

শুরুতেই দলের ৭ রানে হংকংয়ের ওপেনার আংশুমান রাঠকে আউট করেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ৪ রানের ইনিংস খেলেই রিভিউ ব্যবহারে বাংলাদেশ তার উইকেট নিশ্চিত করে। দ্বিতীয় উইকেটটি নেন তানজিম হাসান সাকিব।

পঞ্চম ওভারের তৃতীয় বলে বাবর হায়াতের ছক্কার পর ফেরতি ইয়র্কারে স্টাম্প ভেঙে দেন বাংলাদেশের পেসার। তখন হংকংয়ের সংগ্রহ ৩০ রানে ২ উইকেট। এরপর তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে জিসান আলী ও নিজাকাত খান দলকে স্থিতিশীল করেন। তবে ৩০ রানের জিসানকে ফেরান তানজিম সাকিব।

প্রথম ১০ ওভারে হংকং ৬৪ রান তুলে, শেষ ১০ ওভারে আরও ৭৯ রান যোগ করে। এই রান তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিজাকাত খান ও অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। মুর্তাজা ৪৬ রানের চতুর্থ উইকেট জুটি গড়ে দলের সংগ্রহ বাড়াতে সাহায্য করেন।

নিজাকাত দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ৪০ বলে, তবে তাকে আউট করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়া রিশাদ শেষ ওভারের ষষ্ঠ বলে কিঞ্চিত শাহকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা ধরে রাখেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে হংকং ৭ উইকেটে ১৪৩ রানে থামে। বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও রিশাদ হোসেন।