মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী। এতে শিশুসহ অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) আরাকান আর্মির নিয়ন্ত্রিত কিয়াউকতাও শহরের থায়াত তাবিন গ্রামের একটি বেসরকারি বোর্ডিং স্কুলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এ বিষয়ে জান্তার কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকার উৎখাত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জড়িয়ে আছে, আর রাখাইন রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জান্তা বাহিনী আরাকান আর্মিসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়ে বহু গ্রাম ধ্বংস করেছে। এর আগে গত মে মাসেও সাগাইং অঞ্চলের একটি স্কুলে বিমান হামলায় দুই শিক্ষকসহ ২০ জন নিহত হয়েছিলেন।
এদিকে চলতি বছরের ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে জান্তা সরকার।







































