বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

গাজায় ইসরায়েলি হামলায় আরো ৬৫ ফিলিস্তিনি নিহত


gaza-cityইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় শুক্রবার ভোর থেকে গাজায় অন্তত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটি ও উত্তর গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৪৮ জন। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা আরবির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল থেকে ইসরায়েলি সেনারা ১৬টি আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি স্কুল ধ্বংস করেছে।

এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু থাকবে না। অধিকৃত পশ্চিম তীরে একটি বৃহৎ বসতি স্থাপন প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার করেন।

জেরুজালেমের পূর্বাঞ্চলে অবস্থিত অবৈধ বসতি মাআলে আদুমিমে আয়োজিত ওই অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের অঙ্গীকার পূরণ করব। ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। এই ভূমি আমাদের জন্য নির্ধারিত। আমরা আমাদের উত্তরাধিকার, ভূখণ্ড ও নিরাপত্তাকে সমুন্নত রাখব এবং এই নগরীর জনসংখ্যা দ্বিগুণ করব।”

২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৪ হাজারের বেশি নিহত এবং দেড় লাখের উপর আহত হয়েছে।