বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু, গুরুত্ব পাচ্ছে টিকটক ইস্যু


US CHINA

স্পেনের রাজধানী মাদ্রিদে রোববার চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক আলোচনা শুরু হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন জটিল ইস্যু নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

চীনের পক্ষে ভাইস প্রিমিয়ার হ্য লিফেং এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নিজ নিজ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

এই আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে টিকটক ইস্যু। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার সময়সীমা বুধবার শেষ হচ্ছে। যুক্তরাষ্ট্র চায় টিকটকের মূল চীনা কোম্পানি বাইটড্যান্স এটি একজন মার্কিন ক্রেতার কাছে বিক্রি করে দিক। মার্কিন প্রশাসনের মতে, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের ডেটা এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে।

অন্যদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, চীন সরকার তার কোনো নাগরিক বা সংস্থাকে বিদেশি সরকারের সাথে ডেটা শেয়ার করতে বাধ্য করে না। চীনের মতে, টিকটকের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং তারা তাদের উদ্যোগের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়াও, আলোচনায় মার্কিন একতরফা শুল্ক ব্যবস্থা এবং রপ্তানি নিয়ন্ত্রণ-এর মতো বিষয়গুলোও স্থান পাচ্ছে। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, উভয় পক্ষ রবিবার থেকে বুধবার পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে।

এই বৈঠক দুই বৃহৎ অর্থনীতির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।