
জেন-জেড আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করেছে নেপালের অন্তর্বর্তী সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দায়িত্ব গ্রহণের পর এক ঘোষণায় এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, গত ৮ ও ৯ সেপ্টেম্বরের বিক্ষোভে প্রত্যেক নিহতের পরিবারকে সরকার এককালীন ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে সরকার। আহতদের জন্য থাকবে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, পাশাপাশি অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ তাদের নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
এই ঘোষণাকে দেশজুড়ে আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সরকারের প্রথম বড় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।







































