
অনলাইন শপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাতের প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৪ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ গোল্ডেন হার্ভেস্ট শপ ডটকম নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করার অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কোম্পানির পণ্য সরাসরি গ্রাহকের কাছে পৌঁছানো হবে।
এর আগে ২০২১ সালে আগস্ট মাসে গোল্ডেন হারভেস্ট এগ্রোর একটি সহযোগী প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ই-কমার্স ব্যবসা শুরু করেছিল। তখন তারা ‘গোল্ডেন হার্ভেস্ট সার্ভিস লিমিটেড’ নামে ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠা করেছিল। ওই সময়ে ই-কমার্স ব্যবসার মাধ্যমে তারা খাদ্য, গ্রোসারি, ওষুধ সরবরাহ, বুকিং ও টিকেটিংসহ বেশ কিছু সেবা দিয়েছে। তবে ২০২২ সালে আগস্ট মাসে দেশের অস্থিতিশীল পরিস্থিতি কথা জানিয়েছে ই-কমার্স ব্যবসায় থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
উল্লেখ, ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া গোল্ডেন হারভেস্ট এগ্রো বেশ কয়েক বছর ধরেই ভালো ব্যবসা করতে পারছে না। কোম্পানিটি ২০২৪-২৫ অর্থবছরের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। তবে ওই অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানির প্রায় ৭ কোটি টাকা লোকসান হয়েছে। আগের পাঁচ অর্থবছরের মধ্যে ৩ বছরই কোম্পানিটির লোকসান গুনতে হয়েছে। এর মধ্যে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের নামমাত্র ১ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।







































