
যাকে বলে একেবারে ‘ডু অর ডাই’, বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা জিইয়ে রাখলো বাংলাদেশ। আবুধাবিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে লাল-সবুজরা ৮ রানের দারুণ জয় তুলে নেয়।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে অলআউট হয় ১৪৬ রানে। শেষ দিকে উত্তেজনা ছড়ালেও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং টাইগারদের জয় নিশ্চিত করে। ইনিংসের ১৯তম ওভারে তিনি দুই উইকেট তুলে নিয়ে আফগানদের শেষ ভরসাটুকুও গুঁড়িয়ে দেন। তিনি ম্যাচে মোট ৩ উইকেট নেন ২৮ রান খরচায়।
স্পিন আক্রমণে কার্যকর ভূমিকা রাখেন নাসুম আহমেদ। মাত্র ১১ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। যদিও শেষ দিকে তাসকিন আহমেদের অনিয়ন্ত্রিত বোলিং কিছুটা শঙ্কা তৈরি করেছিল, তবে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় বাংলাদেশ।
এই জয়ে এশিয়া কাপে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখলো সাকিব-তামিমবিহীন বাংলাদেশ দল।







































