
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে বড় অগ্রগতি হলো ফিলিপাইনে। দেশটির আদালত রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) জুপিটার শাখায় জমা থাকা ৮১ মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে। বাংলাদেশ সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, বাজেয়াপ্ত অর্থ ফেরত আনার জন্য বাংলাদেশ ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং সিআইডি সে বিষয়ে কাজ করে যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বিকেল ৩টায় সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, যেখানে অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ বক্তব্য দেবেন।
উল্লেখযোগ্য যে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে রাখা হিসাব থেকে জাল সুইফট বার্তার মাধ্যমে প্রায় ১০১ মিলিয়ন ডলার চুরি হয়। এর মধ্যে ২০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কায় পাঠানো হলেও সন্দেহজনক লেনদেন হিসেবে তা ফেরত আনা সম্ভব হয়। তবে অবশিষ্ট ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে পাচার হয়ে যায় এবং পরে ক্যাসিনোর মাধ্যমে তা সাদা করার চেষ্টা হয়।
ঘটনার তদন্তে ফিলিপাইন আদালত আরসিবিসির মাকাতি শাখার ম্যানেজার মায়া ডিগুইটোকে মানি লন্ডারিংয়ের অপরাধে দোষী সাব্যস্ত করে। আন্তর্জাতিক মহলে আলোচিত এই সাইবার ডাকাতি ইতিহাসের অন্যতম বড় আর্থিক প্রতারণা হিসেবে চিহ্নিত হয়।








































