বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
শেয়ার

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান


pakistan-srilanka

টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা

এশিয়া কাপের সুপার ফোরে জয়ে ফেরার লড়াইয়ে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ফলে প্রথমে ব্যাট করছে শ্রীলঙ্কা, নেতৃত্ব দিচ্ছেন চারিথ আশালাঙ্কা।

পাকিস্তান আগের ম্যাচের একাদশেই ভরসা রেখেছে। ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে যাওয়া দলে কোনো পরিবর্তন আনেনি তারা। বিপরীতে বাংলাদেশে কাছে ৪ উইকেটে হারা ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। বাদ পড়েছে কামিল মিশারা ও দুনিত ভেল্লালাগে। দলে সুযোগ পেয়েছেন চামিকা করুনারত্নে ও মহীশ তিকশানা।

টি-টোয়েন্টিতে সর্বশেষ পাঁচ দেখায় পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হার মেনেছে। আজও সেই ধারাবাহিকতা বজায় থাকে কি না, নাকি পাকিস্তান ঘুরে দাঁড়ায়—তা দেখার অপেক্ষা। আজকের জয় পাওয়া দল ফাইনালে খেলার সম্ভাবনা আরও জোরালো করবে।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চারিথ আশালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দুষ্মন্তে চামিরা, নুয়ান থুসারা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফাখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।