
ভারতীয় ব্যটসম্যান আউট হওয়ার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে ভারত। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৮ রান তোলে তারা। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৬৯ রান।
এর আগের ম্যাচেই শ্রীলঙ্কাকে ১৬৮ রানে আটকে দিয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। এবারও ভারতকে একই রানে আটকে রাখলেন টাইগার বোলাররা। বিশেষ কৃতিত্ব রিশাদ হোসেনের। ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার দুটি উইকেট নেওয়ার পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে রানআউট করেছেন অভিষেক শর্মাকে।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে একটা উইকেট শিকারের দারুণ সুযোগ পেয়েছিল টাইগাররা। কিন্তু জাকের আলির হাত ফসকে জীবন পান অভিষেক শর্মা। সেই সুযোগ কাজে লাগিয়ে ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বলে ৭৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫ ছক্কা ও ৬ চার।
রিশাদ হোসেনের ঘূর্ণি অভিষেকের ঝড় থামাতে ভূমিকা রাখে। শিবম দুবে ও শুভমান গিলকে ফেরানোর পর তার ফিল্ডিং নৈপুণ্যে রানআউট হন অভিষেক। এরপর সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা দ্রুত সাজঘরে ফিরলে রানের চাকা থেমে যায় ভারতের। প্রথম ১০ ওভারে ৯৬ রান তুললেও শেষ ১০ ওভারে কেবল ৭২ রান করতে সক্ষম হয় তারা।
শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ২৯ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে ১৬৮ রানে থামে ভারত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রিশাদ হোসেন।





































