
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের ইতিহাস
শারজায় নতুন ইতিহাস লিখল নেপাল। প্রথমবারের মতো কোনো আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে জয় তুলে নিল তারা। তাও আবার দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচেই এই স্মরণীয় জয় পেল হিমালয়ের দেশটি।
এর আগে ২০১৪ সালে আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হারিয়েছিল নেপাল। তবে তখন আফগানিস্তান ছিল সহযোগী সদস্য। এবার প্রথমবারের মতো পূর্ণ সদস্য দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমে জয় ছিনিয়ে নিল তারা।
এই ম্যাচে দুর্দান্ত দলগত পারফরম্যান্স দেখিয়েছে নেপাল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ছাপ রেখেছে তারা। ছয়জন ব্যাটসম্যান অন্তত একটি করে ছক্কা হাঁকিয়েছেন, ছয়জন বোলার নিয়েছেন অন্তত একটি করে উইকেট।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করে নেপাল। অধিনায়ক রোহিত পৌডেল করেন ৩৫ বলে ৩৮ রান, কুশল মল্লা ২১ বলে করেন ৩০। এছাড়া গুলশান ঝা ২২ ও দীপেন্দ্র সিং ১৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার নেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৯ রানের বেশি এগোতে পারেনি ক্যারিবীয়রা। নেপালের স্পিন আক্রমণে শুরুতেই ভেঙে পড়ে তাদের টপ অর্ডার। শেষ দিকে ফ্যাবিয়ান অ্যালেন (১৪ বলে ১৯) ও অধিনায়ক আকিল হোসেন (৯ বলে ১৮) চেষ্টা করলেও জয়ের কাছে যেতে পারেনি তারা।
নেপালের হয়ে কুশল ভুরটেল সর্বোচ্চ ২ উইকেট নেন। রোহিত পৌডেল ব্যাট ও বল হাতে অবদান রাখায় ম্যাচসেরা নির্বাচিত হন।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল নেপাল। আগামীকাল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।





































