
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, শাপলা প্রতীকের কোনো আইনি বাধা না থাকলেও নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছাকৃতভাবে তাদের জন্য অবমাননাকর প্রতীক বরাদ্দ দিতে চাইছে।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ইসি সম্প্রতি নিবন্ধন সংক্রান্ত যে চিঠি দিয়েছে, তাতে এনসিপির জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটির মতো প্রতীক প্রস্তাব করা হয়েছে।
তার ভাষায়, এগুলো রাজনৈতিক দলের জন্য মোটেও গ্রহণযোগ্য নয়, বরং এগুলোকে হাস্যকর বলা যায়। এতে বোঝা যায় কমিশন আমাদের সঙ্গে বৈষম্য করছে।
নাসীরুদ্দীন দাবি করেন, এনসিপির শাপলা প্রতীক ব্যবহারে আইনি বা সাংবিধানিক কোনো প্রতিবন্ধকতা নেই।
তিনি বলেন, আমরা বারবার জানিয়েছি, শাপলা প্রতীক বরাদ্দে কমিশনের কোনো সমস্যাই হওয়ার কথা নয়। কিন্তু ইসি ইচ্ছাকৃতভাবে তা থেকে বিরত থাকছে,” বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার বদলে বর্তমান নির্বাচন কমিশন একদলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ‘এভাবে কাজ করলে সংবিধানকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে,’ যোগ করেন তিনি।
এনসিপি নেতা অভিযোগ করেন, বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীক বা পরিচিত উপাদান থেকে নেওয়া হলেও তাদের ক্ষেত্রে অযথা আপত্তি তোলা হচ্ছে। ‘যদি প্রতীক না দিতেই চায়, তাহলে আমরা সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাব,’ যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন দাবি করেন, ‘জাতীয় লীগ’ নামের একটি নতুন দল নিবন্ধনের অপেক্ষায় রয়েছে। অথচ তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম—মিছিল, সমাবেশ বা সেমিনার—কেউ দেখেনি। ‘এসব দেখে আমাদের সন্দেহ হয়, কমিশন আসলে নিরপেক্ষ নয়,’ উল্লেখ করেন তিনি।
































