
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনে বড় চমক হয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। চট্টগ্রাম বিভাগ থেকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হচ্ছেন তিনি।
বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ড. শেখ জুবায়েদ হাসান। এতে জানা যায়, মোট ১৬ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্তভাবে ৩৪ প্রার্থী লড়বেন বিসিবি নির্বাচনে। তবে ভোট গ্রহণ হবে কেবল ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। অন্য বিভাগগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার। শুধু তামিমই নন, তার প্যানেলের আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীও সরে দাঁড়িয়েছেন। এতে নির্বাচনী উত্তাপ অনেকটাই প্রশমিত হয়েছে।
বিভাগভিত্তিক অবস্থা
ভোট হবে: ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত: চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগে।
চূড়ান্ত প্রার্থী তালিকার বিশেষ দিক
চট্টগ্রাম বিভাগে পরিচালক হিসেবে আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
খুলনায় নির্বাচিত হচ্ছেন খান আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান।
সিলেটে রাহাত সামস, বরিশালে শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন।
অন্যদিকে ক্লাব ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে রয়েছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ খালেদ মাসুদ পাইলট এবং একাধিক পরিচিত ক্লাব কর্মকর্তারাও লড়ছেন এই নির্বাচনে।
সব মিলিয়ে এবার বিসিবি নির্বাচন রূপ নিচ্ছে আংশিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে, যেখানে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন সংগীত তারকা আসিফ আকবর।






































