বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১১ অক্টোবর ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনী ট্রেন লাইনে উঠেছে, আর অপেক্ষা নয়: মির্জা ফখরুল


Fakhrul-Islam

দেশে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা ১৬ বছর ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছি। বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল- কারো জন্য আর অপেক্ষা নয়। নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে। এখন বিভ্রান্ত না হয়ে সবাইকে ভোটের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।”

শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট স্কুল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আ স ম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের তারিখ ঘোষণার পর মানুষ খুশি হয়েছে, কারণ দেশে এখন কোনো জনপ্রতিনিধি নেই- আমলারা দেশ চালাচ্ছে। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা ক্ষমতায় এলে দেশ অনেক দূর এগোবে।”

তিনি দাবি করেন, “অপশক্তি জনতার প্রতিরোধে এক বছর আগেই পালিয়ে গেছে। শেখ হাসিনার শাসনামলে দেশে বিভীষিকাময় পরিবেশ ছিল, মানুষ ঘরে ঘুমাতে পারত না। এখন মনে হচ্ছে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তিনি আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, ব্যাংক লুট বন্ধ করেছেন এবং প্রশাসনকে নিয়ন্ত্রণে এনেছেন।”

বিএনপির এই নেতা বলেন, “ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর ছয়টি সংস্কার কমিশন গঠন করেছেন। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তাতে সংস্কারের সব দিক অন্তর্ভুক্ত। বিএনপি সংস্কারের জন্মদাতা, তাই আমাদের সংস্কার শেখাতে হবে না।”

প্রয়াত হান্নান শাহকে স্মরণ করে তিনি বলেন, “দলের সংকটের সময় তিনি নেতৃত্ব দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন। তিনি ছিলেন একজন অকৃত্রিম দেশপ্রেমিক।”

সভা সঞ্চালনা করেন কাপাসিয়া বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা। এ সময় বক্তব্য দেন হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ড. এম এ কাইয়ুম, সম্পাদক হুমায়ুন কবির খানসহ অন্যান্য নেতারা।