মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২৩ অক্টোবর ২০২৫, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশিকে আটকে রাখার দায়ে চারজনের জেল-জরিমানা


malaysian-news

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকে রাখার অভিযোগে মিয়ানমারের দুই নাগরিকসহ চারজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পেনাং রাজ্যের বুকিত মেরতাজম আদালতের ম্যাজিস্ট্রেট রোশায়াতি রাদেলাহ এ দণ্ডাদেশ ঘোষণা করেন। এ সময় অভিযুক্ত চারজনই অপরাধ স্বীকার করেন।

দোষী সাব্যস্তদের মধ্যে মিয়ানমারের নাগরিক আলম শোবির (২১)-কে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি তিনজন—মিয়ানমারের মোহাম্মদ রশিদ হুসাইন (৩৮) এবং মালয়েশিয়ার নাগরিক মোহাম্মদ আদিব শাআদুন জুবির (৩৩) ও এম. লুকমান সাওয়াপিট (৩৪)—কে ২ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, চলতি মাসের ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেনাংয়ের জুরু শিল্পাঞ্চলের একটি এলাকায় ওই চারজন মিলে ৩৫ বছর বয়সি এক বাংলাদেশিকে অবৈধভাবে আটক করে রাখেন।

আদালত আরও জানিয়েছে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিনজনকে পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ধারা ৩৪২ ও ৩৪ অনুযায়ী অভিযোগ আনা হয়েছিল। এই ধারা অনুযায়ী সর্বোচ্চ এক বছরের জেল, ২ হাজার রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।