Search
Close this search box.
Search
Close this search box.

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত

sundarbanসুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ১৩ জনের মৃত্যু হয়েছে। সকালে একটি ঘটনায় দুইজন গুলিতে মারা যাওয়ার পর ১৩জনকে আটক করেছিল পুলিশ। দুপুরে তাদের ১১জন বন্দুকযুদ্ধে মারা যায় বলে পুলিশ দাবি করেছে। খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, রোববার দুপুর দেড়টার দিকে কয়রা উপজেলার হড্ডা গ্রামের কাছে সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ১১ জন নিহত হয়। এর আগে ভোররাতে পাইকগাছা উপজেলার ঝিলবুনিয়া গ্রামের এক কলেজ শিক্ষককে বাড়ি থেকে তুলে নিয়ে সুন্দরবনের দিকে পালানোর সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়। এ সময় ১৩ জনকে আটক করে পুলিশ।

পুলিশের দাবি ওই ১৩ জনের মধ্যে ১১ জনকে নিয়ে দুপুরে সুন্দরবনে অভিযান চালানোর সময় বেলা দেড়টার দিকে  হড্ডা গ্রামের কাছে সুন্দরবনে কাশেম বাহিনীর প্রধান কাশেমকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে কাশেম বাহিনীর লোকজন গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ১১ জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১৭টি বন্দুক ও ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করার কথাও জানানো হয়েছে।

chardike-ad