siddiqueডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার সকাল সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

chardike-ad

জানা গেছে, লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সম্প্রতি যে মন্তব্য করেছেন সে বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের অবস্থান পরিষ্কার করতেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এছাড়া টাঙ্গাইলের সিদ্দিকী পরিবারের বড় ছেলে লতিফ সিদ্দিকীর ধর্ম নিয়ে মন্তব্যের বিষয়ে পরিবারের অবস্থানও তুলে ধরবেন ছোটভাই কাদের সিদ্দিকী। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতারা।