
স্ত্রী-সন্তানের সঙ্গে মেহরাব
ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মেহরাব অবশেষে ভক্তদের সঙ্গে শেয়ার করলেন এক বছরের পুরোনো আনন্দের খবর। গত বছরের ৯ নভেম্বর স্ত্রী রুশী চৌধুরীর কোলজুড়ে আসে তাদের প্রথম পুত্রসন্তান এরহান রহমান। দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা এই সুখবরটি জানাতে পেরে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহরাব।
এত দিন পর সুখবরটি জানানোর জন্য মেহরাব ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিলম্বে হলেও এরহানের খবরটি সবাইকে জানাতে পেরে ভালো লাগছে। নানাবিধ কারণে এতো ভালো একটি খবর যথাসময়ে না জানাতে পেরে দুঃখ প্রকাশ করছি। পুত্রও তার মা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মেহরাব জানান, এরহান রহমান তাদের ঘর আলো করার পর গত একটি বছর তারা ছেলে ও পরিবার নিয়ে খুব আনন্দঘন মুহূর্ত পার করেছেন। এই কারণে তিনি সে অর্থে গান করা থেকে দূরে ছিলেন।
পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার পর এবার কাজে ফিরছেন মেহরাব। তিনি বলেন, ‘এরহান এখন মাশাল্লাহ একটু শক্ত হয়েছে। ভাবলাম এখনই সময় কাজে ফেরার। সেই লক্ষ্যে নতুন গান তৈরির কাজে হাত দিয়েছি। রবিউল ইসলাম জীবনের লেখায় একটি গান তৈরি করছি। আশা করছি এই শীতেই গানটি ভিডিওসহ প্রকাশ করতে পারবো।’
এনটিভি আয়োজিত রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’ থেকে উঠে আসা মেহরাবের কথা প্রায় সবাই জানেন। অন্যদিকে, তার স্ত্রী রুশী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি শখের বশে অনুষ্ঠান উপস্থাপনা, বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়, র্যাম্প মডেলিং এবং সাংবাদিকতার মতো বিভিন্ন মাধ্যমে নিজেকে জড়িয়েছেন।
প্রেম ও পারিবারিক সুবাদে এই দম্পতি ২০১৯ সালের ৮ জুলাই বিয়েবন্ধনে আবদ্ধ হন।




































