
১২তম ব্যান্ড ফেস্টে ১২ টি ব্যান্ড দল অংশগ্রহণ করে
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ব্যান্ড ফেস্ট ২০২৫। প্রয়াত প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে আয়োজিত এটি ছিল এই উৎসবের দ্বাদশ সংস্করণ।
১২তম ব্যান্ড ফেস্টে ১২ টি ব্যান্ড দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- উচ্চারণ, পার্থিব, স্টারলিং, শিরোনামহীন, মেকানিক্স, নির্ঝর, মেহরীন, তরুণ, সিম্ফনি, নোভা, অবসকিউর এবং ফিডব্যাক।
এবারের ফেস্টের মূল আকর্ষণ ছিল পপগুরু আজম খানের হাতে গড়া ব্যান্ড দল ‘উচ্চারণ’-এর নতুন উদ্যমে প্রত্যাবর্তন। বাংলা ব্যান্ড সংগীতে অনন্য উচ্চতা দেওয়া আজম খানের গড়া ব্যান্ড ‘উচ্চারণ’ আগামীতে দেশ-বিদেশে একাধিক কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ব্যান্ড ফেস্টের প্রথম উদ্যোক্তা ছিলেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। ব্যান্ড ফেস্টের ১২ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে তাই বিশেষ কেক কাটা পর্ব অনুষ্ঠিত হয়। উৎসবমঞ্চে তখন একসঙ্গে দাঁড়ান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী, ব্যান্ডশিল্পী ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, অবসকিউরের টিপু, ব্যান্ড ফেস্টের প্রকল্প পরিচালক রাজু আলীম এবং প্রযোজক অনন্যা রুমা।
অনুষ্ঠানটি বিকেল ৪ টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।



































