
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে হাজারের বেশি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে দেশের নতুন সিনেমা ‘দেলুপি’ টিম। আগুনে সব হারানো মানুষের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার সারাদেশে প্রদর্শিত ‘দেলুপি’র সব শো থেকে প্রযোজকের অংশের পুরো অর্থ কড়াইলের ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন জানায়, এটি কোনো ক্ষতিপূরণ নয় বরং কড়াইল বস্তিবাসীর প্রতি ‘দেলুপি’ টিমের ভালোবাসা ও একাত্মতার প্রকাশ। তারা আশা করছে, এই কঠিন সময়ে সমাজের সব শ্রেণির মানুষ এগিয়ে আসবে।
আজ সারাদেশের পাঁচটি প্রেক্ষাগৃহে নয়টি করে শো চলছে সিনেমাটির। প্রতিটি শোর আয়ের অংশ যাবে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায়।
তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত দেলুপি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তাঁর দুটি ওয়েব সিরিজ-‘শাটিকাপ’ ও ‘সিনপাট’- দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছিল। এবার প্রথম সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হলো এই নির্মাতার।



































