
ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান গত দুই বছর ধরে কিছুটা আড়ালে ছিলেন। কাজে ভাটা পড়ায় ভক্তদের মধ্যে কৌতূহল ছিল তার ব্যস্ততা ও ব্যক্তিজীবন নিয়ে। অবশেষে নীরবতা ভেঙে জানালেন এক সুখবর—জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।
মিজানুর রহমান আরিয়ান বিয়ে করেছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
ছবির ক্যাপশনে আবেগঘন একটি বার্তাও লেখেন নির্মাতা—‘যে মানুষটা আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই চাওয়া রাখে, সেই মানুষটাই আপনার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ।’
জানা যায়, আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।
বিয়ের সুনির্দিষ্ট তারিখ প্রকাশ না করলেও, গণমাধ্যমে পাঠানো বার্তায় আরিয়ান জানান, তাহসিনের সঙ্গে তার পরিচয় প্রায় ৭ বছরের। দীর্ঘদিনের সেই সম্পর্কই শেষ পর্যন্ত পরিণয়ে রূপ পেয়েছে।
তিনি আরও জানান, আপাতত পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হলেও বড় আয়জন বাকি রয়েছে। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।




































