
এবার লাইনের বৈদ্যুতিক তারে কাপড় পড়ায় আবারও বিঘ্ন ঘটেছে মেট্রোরেল চলাচলে। এতে প্রায় ১৫ মিনিট ধরে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এক ক্ষুদেবার্তায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের (ওসিএস) উপর কাপড় পড়ায় সেটি অপসারণের জন্য দুপুর ১২টা ২২ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। তবে বর্তমানে ট্রেন চালু হয়েছে।
ক্ষুদেবার্তায় যাত্রীদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত রোববার (৩০ নভেম্বর) যাতায়াত ব্যবস্থা সহজতর করতে রাজধানীর বুক চিরে গড়ে ওঠা মেট্রোরেলের ছাদে ২ কিশোর উঠে পড়লে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ওইদিন রাত সোয়া ৮টার দিকে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে ২ কিশোর ট্রেনের ওপর উঠে পড়ে। পরবর্তীতে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা তাদের মধ্যে একজনকে আটক করে নিচে নামায়। তবে অন্যজন দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী এ ঘটনায় দিনের অবশিষ্ট সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
তারও আগে গত ২১ নভেম্বর মেট্রোরেলের ট্র্যাক থেকে ককটেল উদ্ধার করা হয়। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে পড়ে থাকা দু’টি ককটেল নিষ্ক্রিয় করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল। এ ঘটনার সময়ও মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।



































