
ছবি: এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নির্ধারিত প্রটোকল অনুসারে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আশপাশের দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করবে। বিষয়টি নিয়ে কোনো বিভ্রান্তি বা গুজবে কান না দিতে অনুরোধ জানানো হয়েছে।
বুধবার বেলা ১টা ১৯ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকার তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর গত মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফ তাঁর দায়িত্ব গ্রহণ করে নিরাপত্তা প্রদান শুরু করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে হাসপাতালের নিকটস্থ দুটি মাঠে হেলিকপ্টারের এই পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে, যা এসএসএফের নিয়মিত নিরাপত্তা প্রস্তুতির অংশ।




































