মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩ ডিসেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ন
শেয়ার

জুবিন গার্গের নামের পাশে ‘মৃত’ উল্লেখ করতে অস্বীকৃতি নির্বাচনী কর্মকর্তার


Zubeen Garg

আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার আরেকটি দৃষ্টান্ত সামনে এসেছে তাঁর মৃত্যুর কয়েক মাস পরও। ভোটার তালিকা হালনাগাদের দায়িত্বে থাকা এক নির্বাচনী কর্মকর্তা প্রয়াত গায়কের নামের পাশে ‘মৃত’ উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছেন- শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘চিরকাল অমর হয়ে থাকুন, আত্মা চিরশান্তি লাভ করুক।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তাফিজ উদ্দিন নামে এক কর্মকর্তা জুবিন গার্গের পরিবারের পুরোনো এলাকায় তালিকা যাচাই করছিলেন। সেখানে জুবিনের ছবি দেখতে পেয়ে আবেগে ভেসে যান তিনি।

তাফিজ উদ্দিন জানান, ‘জুবিন গার্গ ছিলেন আসামের আত্মা, আমাদের কণ্ঠস্বর। তাঁকে মৃত হিসেবে চিহ্নিত করতে মন সায় দেয়নি। দায়িত্ব পালনের সময় আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি।’

এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন জুবিন গার্গের পরিবারের সদস্য পালমি বরঠাকুর। তিনি লিখেছেন, ‘বুথ লেভেল অফিসারের এই ভালোবাসাই আমাদের শক্তি। আমরা কৃতজ্ঞ তাফিজউদ্দিন দাদার প্রতি।’

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসামের প্রিয় শিল্পী জুবিন গার্গ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল পুরো আসামে, যা এখনো কাটেনি।