
রণবীর সিং অভিনীত নতুন অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তি পেতে আর মাত্র দুই দিন বাকি। এর আগেই অগ্রিম বুকিংয়ে দারুণ সাড়া ফেলেছে ছবিটি- এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। অ্যাডভান্স বুকিং থেকে আয় দাঁড়িয়েছে প্রায় ৩.৭১ কোটি রুপি।
ট্রেড বিশেষজ্ঞদের মতে, প্রথম দিনেই ছবিটির আয় ৩৭–৪০ কোটি রুপি পর্যন্ত হতে পারে। তবে কারও কারও অনুমান আরও কম- নবনীত মুন্দ্রা বলছেন প্রথম দিনের আয় ১৬–১৮ কোটি হতে পারে, আর ইন্ডিয়ান বক্স অফিস ধারণা করছে আয় পৌঁছাতে পারে ২০ কোটিতে। সবকিছুই শেষ পর্যন্ত নির্ভর করবে মুক্তির দিনের প্রতিক্রিয়ার ওপর।
এদিকে মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সে ‘ধুরন্ধর’-এর টিকিট বিক্রি হচ্ছে ২ হাজার রুপি পর্যন্ত, কর বাদে। কলকাতার কিছু হলে টিকিটের দাম ৫৭৫ রুপি নির্ধারণ করা হয়েছে। এর আগেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘আরআরআর’, ‘আদিপুরুষ’ ও ‘পুষ্পা ২’-কে ঘিরে একই রকম উন্মাদনা দেখা গিয়েছিল।
রণবীর সিংয়ের পাশাপাশি ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল। আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) সিনেমাটি ভারতে মুক্তি পাচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া



































