মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ৪ ডিসেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
শেয়ার

লাইফ সাপোর্টে থাকা অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থার আরও অবনতি


Tinu Karim

অভিনেতা তিনু করিম ।। ফাইল ছবি

লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) রাত থেকে তাঁর রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না।

অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন সকালে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর জানান, ‘তাঁরা কিছুই বলতে পারছেন না। শুধু জানিয়েছেন, কোনো উন্নতি নেই বরং আরও অবনতি হয়েছে। আল্লাহর কাছে তাঁকে চাওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই।’

অভিনেতার স্ত্রী আরও জানান, উন্নত চিকিৎসার জন্য তিনু করিমকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে পরিবারের। তবে সবকিছু নির্ভর করছে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার ওপর।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয় এবং রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (৩ ডিসেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে হুমায়রা নওশিন বলেন, সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন। যাতে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।