মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শেয়ার

দেশের পথে জোবাইদা রহমান


Zobaida Rahman

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে। বিএনপির একাধিক সূত্র থেকে এ খবর নিশ্চিত করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক ইন করছেন।

জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টার দিকে তিনি দেশে এসে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি হাসপাতালে যাবেন।

এদিকে, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে সেটিতে কারিগরি সমস্যার কারণে খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানিয়েছিলেন, আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে।