
সংগৃহীত ছবি
ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় একটি সিংহ খাঁচা থেকে বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
তবে সিংহটি চিড়িয়াখানা থেকে বাইরে যায়নি; এখনো অভ্যন্তরীণ এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে এবং তার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ভেতরে থাকা সব দর্শনার্থীকে দ্রুত বের করে দেওয়া হয়েছে।
কিন্তু সিংহটি কীভাবে বের হলো—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে খাঁচার দরজার তালা সঠিকভাবে বন্ধ না থাকায় প্রাণীটি বাইরে চলে আসে। কারণ খাঁচার কোনো গ্রিল ভাঙা বা ফাঁকা পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুতই একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে পাঁচটি সিংহ রয়েছে, যার একটি খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।



































