মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ৬ ডিসেম্বর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়াকে দেখতে আবার এভারকেয়ারে জুবাইদা রহমান


Zubaida Rahman

নিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার পর তিনি হাসপাতালে পৌঁছান

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন তার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার পর তিনি হাসপাতালে পৌঁছান।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে ঢাকায় ফিরেই শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে কয়েক ঘণ্টা অবস্থানের পর ধানমন্ডিতে মায়ের বাসায় যান এবং রাতে আবার হাসপাতালে এসে গভীর রাত পর্যন্ত অবস্থান করেন।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি ও বিদেশে নেওয়ার সম্ভাবনা নিয়ে শনিবার বিকেলে ব্রিফিং করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, বর্তমানে খালেদা জিয়া শারীরিক অবস্থা ১৪-১৫ ঘণ্টা ফ্লাই করার অনুকূলে নয়, তাই তাকে বিদেশে নেওয়া বিলম্বিত হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পাওয়া গেলেই তাকে বিদেশে নেওয়া হবে।

২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। এই বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন ডা. জুবাইদা রহমানও।