Search
Close this search box.
Search
Close this search box.

হঠাৎ মিরপুরে ডেভ হোয়াটমোর

bd-old-coach

ঢাকায় এসেছেন বাংলাদেশের প্রাক্তন কোচ ডেভ হোয়াটমোর। ধারাভাষ্যকার হিসেবে ঢাকায় এসেছেন তিনি। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ও ওয়ানডে সিরিজে কমেন্ট্রি করবেন প্রাক্তন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।

chardike-ad

২০০৩ থেকে ২০০৭ সাল মেয়াদে বাংলাদেশ দলের কোচ ছিলেন হোয়াটমোর। তার তত্ত্বাবধানে বাংলাদেশ শীর্ষস্থানীয় দলের বিপক্ষে সফল হয়। ২০০৫ সালের শুরুতে বাংলাদেশ তাদের প্রথম টেস্ট ম্যাচ জয় করে। সেবারও প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।

ঐ বছরই শীর্ষস্থানের অধিকারী অস্ট্রেলিয়া দলকে হারিয়েছিল, যার ফলে গোটা ক্রিকেটবিশ্ব অবাক হয়েছিল। এ ছাড়া ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেটে শীর্ষস্থানীয় প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাসহ ভারতকে পরাভূত করে সুপার এইট পর্বে উঠেছিল। বিশ্বকাপ থেকে বাংলাদেশের খেলা সমাপ্তির পর তিনি পদত্যাগের ঘোষণা দেন।

শুক্রবার ঢাকায় পৌঁছে মিরপুর স্টেডিয়ামে চলে আসেন হোয়াটমোর। দেখা করেন প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার সুমনের সঙ্গে। বেশ কিছুক্ষণ আড্ডায় মেতে উঠেন তারা।রাই

ঢাকায় আসার বিষয়ে ডেভ হোয়াটমোর বলেন,‘ কমেন্ট্রি করতে ঢাকায় ফিরে এসেছি। অনেক দিন এখানে আছি। অনেকের সঙ্গে দেখা হবে। স্বাগতিক দল অনুশীলন করছে দেখে খুল ভালো লাগছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি দেখার জন্য মুখিয়ে আছি। জিম্বাবুয়ে তো আমাদের পুরোনো শত্রু।’

২০০৫ সালে বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয় করে। প্রথম টেস্ট জয়ের কারিগর ছিলেন ডেভ হোয়াটমোর। সেই ম্যাচের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘এখনো মনে আছে আমরা চট্টগ্রামে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয় করি। এটা খুব ভালো একটা মুহুর্ত ছিল। পরের টেস্ট ম্যাচটি আমরা ড্র করি। ম্যাচটি ড্র করার জন্য আমাদেরকে সাড়ে চার সেশন ব্যাটিং করা লাগত। আমরা সেই কাজটি করি।’

প্রায় দশ বছরর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরকারীদের থেকে বাংলাদেশকে এগিয়ে রেখেছেন প্রাক্তন কোচ হোয়াটমোর, ‘কাগজে কলমে বাংলাদেশ শক্তিশালী দল। স্বাগতিক সুবিধা পাওয়ার কারণে বাংলাদেশ এগিয়ে থাকবে। প্রতিপক্ষের উপর অনেক চাপ তৈরি করতে পারবে তারা।’ –