Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ায় ফেরিচালকের ৩৬ বছরের কারাদণ্ড

s-korean-ferri-driverদক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় ফেরিটির চালককে ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

মঙ্গলবার এক খবরে বিবিসি জানিয়েছে, সার্বিক অবহেলার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়েছে।

chardike-ad

এ মামলায় দুর্ঘটনার জন্য লি জুন-সেওক নামের এই ব্যক্তিসহ ফেরির ১৫ জন ক্রু বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সেউকের বর্তমান বয়স সত্তরের বেশি। তাই এই দণ্ড তার জন্য অনেকটা আমৃত্যু কারাদণ্ডের মতোই।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ইনছিয়ন থেকে দক্ষিণের দ্বীপ জেজুতে যাবার পথে ৪৭৬ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় সিউল নামের ফেরিটি ডুবে যায়। এতে প্রায় ৩০০ জনের বেশি আরোহীর মৃত্যু হয়, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।