বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আলোচিত সংবাদ ১১ নভেম্বর ২০১৪, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

এক বছর বয়সে জন্ম!


জন্মের সময় আপনার বয়স কতো বছর ছিল বলতে পারেন? প্রশ্নটা কি উদ্ভট হয়ে গেলো? জন্মের সময় বয়স আবার ‘বছর’ পেরোয় কি করে? কোরিয়ানরা কিন্তু তাই বলে! দক্ষিন কোরিয়ায় কোন নবজাতক জন্ম নেয়ার দিনেই তার বয়স এক বছর হয়ে যায়! পুরো বিষয়টা আরও গোলমেলে হয়ে পড়ে বছরের প্রথম দিনে এসে। কোরিয়ার সবাই সেদিনই জন্ম নেন কিনা! মানে ব্যাপারটা অনেকটা সেরকমই তো! ওইদিন আপনার জন্মদিন থাকুক আর নাই থাকুক কোরিয়ান হিসেবে সেদিন আপনার বয়স স্বয়ংক্রিয়ভাবে এক বছর হয়ে যাবে!

korean ageএখন মজার বিষয়টা হচ্ছে যে শিশুটি ডিসেম্বর মাসের ৩১ তারিখ জন্ম নিচ্ছে তার বয়স তো জন্মের দিন এক বছর হয়েই যাচ্ছে, একদিন বাদে ১লা জানুয়ারী তার বয়স বেড়ে যাচ্ছে আরও এক বছর! অর্থাৎ জন্মের দু’দিনের মাথায় ওই নবজাতকের বয়স দু’ বছর!