Search
Close this search box.
Search
Close this search box.

ইয়েমেনে নৌকাডুবিতে ৭০ জনের প্রাণহানি

yameenইয়েমেনের পশ্চিম উপকূলে অভিবাসী যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে।

বিবিসি এক খবরে জানিয়েছে, যাত্রীদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক ছিলেন।

chardike-ad

প্রতিকূল আবহাওয়ার জন্য নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা কর্মীরা বলছেন, প্রবল বাতাস ও শক্তিশালী ঢেউয়ের কারণেই নৌকোডুবি হয়েছে।

বিবিসির এক সংবাদদাতা জানিয়েছেন, অপেক্ষাকৃত ছোটো নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার সময় ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এসব অভিবাসীরা ইয়েমেনের উত্তরে অবস্থিত সৌদি আরবে কাজের খোঁজে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রবেশ করার জন্য অভিবাসীরা সাধারণত ইয়েমেনকে তাদের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে এবং এই পথে মানব পাচার একটি নিয়মিত ঘটনা।

ভালো চাকুরী ও উন্নত জীবনের আশায় সৌদি আরব বা মধ্য প্রাচ্যের অন্যান্য দেশ এবং ইউরোপে ধনী দেশগুলোতে যাওয়ার জন্য প্রতিবছর আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে লোহিত সাগর পাড়ি দেয়।

গত অক্টোবর মাসে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড় হতে গিয়ে গত ১২ মাসে সমুদ্রে ডুবে অন্তত ২শ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সে সময় জাতিসংঘ আরও জানায়, যেসব অভিবাসী অবৈধ পথে সাগর পাড়ি দেয় অনেক সময়ই তারা খারাপ আচরণ, অন্যায় ব্যবহার, নির্যাতন ও ধর্ষণের মত সহিংস ঘটনার শিকার হয়।