Search
Close this search box.
Search
Close this search box.

ভারতের প্রথম গ্রিন কার

snev-car

ভারতে নির্মিত প্রথম ইলেকট্রিক স্পোর্টস কার প্রদর্শিত হলো গুজরাট অটো শো’তে।

chardike-ad

শনিবার এক খবরে এনডিটিভি জানিয়েছে, সুপারনোভা ইলেকট্রিক ভিহিকল নামের এ গাড়িটি আহমেদাবাদে তৈরি করা হয়েছে।

গুজরাট ভিত্তিক প্রতিষ্ঠান গোল্ডেন অ্যারো ওয়্যারলেস প্রাইভেট লিমিটেড গাড়িটি সম্পূর্ণ ব্যাটারিচালিত। ইতোমধ্যেই ‘ভারতের প্রথম গ্রিন কার’ খ্যাতি পাওয়া এ গাড়িতে লেড অ্যাসিড, লিথিয়াম আয়ন এবং সুপার ক্যাপাসিটর ব্যাটারি ব্যবহারের সুযোগ রয়েছে।

এ গাড়ির সুপার ক্যাপাসিটর চার্জ হতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট। আর লেড অ্যাসিড এবং লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ হতে যথাক্রমে ৮ ঘণ্টা এবং ২ ঘণ্টা সময় লাগবে।

একবার পূর্ণচার্জে এ গাড়ি ১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে। তবে এর সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

এনডিটিভি জানিয়েছে, আগামী বছরের শেষ দিকে এ গাড়ি বাজারে আসতে পারে।

তবে গাড়িটির মূল্য সম্পর্কে কিছু জানা যায়নি।