Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানের দুই খেলোয়াড় বহিষ্কৃত

pakistan-player

ভারতের চাপে বহিষ্কার করা হলো পাকিস্তান হকির দুই খেলোয়াড়কে। চ্যাম্পিয়ন্স ট্রফি হকি-২০১৪-এর সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারত ৪-৩ গোলে হারানোর পর জয় উদযাপনের সময় পাকিস্তানি খেলোয়াড়রা আশালীন অঙ্গভঙ্গি করেন।

chardike-ad

ভারতের তিব্র অভিযোগের পর আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) রোববার পাকিস্তানের ওই দুই খেলোয়াড়কে এক ম্যাচের জন্য বহিষ্কার করে বিবৃতি দেয়। বহিষ্কৃতরা হলেন- আমজাদ আলি ও মোহাম্মদ তৌসিক। এ ছাড়া সাফকত রসুলকে ভর্ৎসনা করে এফআইএইচ।

আমজাদ ও তৌসিক জয় উদযাপনের সময় গ্যালারিভরা দর্শকের উদ্দেশে মধ্য-আঙুল উঁচিয়ে দেখান। এর অর্থ চরম অপমান। একই সঙ্গে তারা জার্সি খুলে অশোভন আচরণে মেতে ওঠেন, যা এই খেলার আচরণপরিপন্থি।

পাকিস্তানি খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ করে ভারত। কিন্তু এফআইএইচ তাদেরকে ভর্ৎসনা করেই চুপ থাকে। এতে সন্তুষ্ট হতে পারেনি ভারত। পরে রোববার ভারতের হকি-প্রধান নরিন্দর বাত্রা হুঁশিয়ারি উচ্চারণ করেন, পাকিস্তানি খেলোয়াড়দের উপযুক্ত শাস্তি না দিলে আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে না ভারত।

নরিন্দর বাত্রার এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পর এফআইএইচ দুই পাকিস্তানি খেলোয়াড়কে বহিষ্কারের ঘোষণা দেয়।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।