Search
Close this search box.
Search
Close this search box.

টম ক্রুজকে বুসানের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান

অনলাইন প্রতিবেদক, ১২ জানুয়ারী ২০১৩, সিউলঃ 

বুসানের মেয়রের কাছ থেকে সম্মানসূচক নাগরিকত্ব সনদ নিচ্ছেন টম ক্রুজ

হলিউড তারকা টম ক্রুজকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বুসান সিটি কর্তৃপক্ষ। টম ক্রুজ তার নতুন মুভি “জ্যাক রিচার” এর মুক্তিপ্রদানের আগে দর্শকদের সাথে মতবিনিময় উপলক্ষে কোরিয়া সফরে এসেছেন গত বুধবার। গত বৃহস্পতিবার বুসানের মেয়রের কাছ থেকে সম্মানসূচক নাগরিকত্ব নেওয়ার সময় ক্রুজ বলেন ” আমি খুব আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। ” তিনি প্রসংগক্রমে সাই’র গান এবং নাচের প্রশংসা করেন। বুসান প্রথমবারের মত কোন হলিউড তারকাকে এই ধরনের স্বীকৃতি দিল।  টম ক্রুজ এবার ষষ্টবারের মত কোরিয়া সফর করছেন। প্রথম তিনি ১৯৯৪ সালে কোরিয়া সফরে এসেছিলেন এবং সর্বশেষ তিনি মিশন ইম্পসিবল এর প্রমোশনাল ট্যুরে কোরিয়া এসেছিলেন গতবছর। ইতিমধ্যে কোরিয়ান মিডিয়া টম ক্রুজের বন্ধুত্বপূর্ণ ব্যবহারের জন্য “মি. নাইস টম” নামে আখ্যায়িত করেছে।

chardike-ad

উল্লেখ্য আগামী ১৭ জানুয়ারী কোরিয়াসহ সারাবিশ্বে একসাথে মুক্তি পাচ্ছে টম ক্রুজ অভিনীত মুভ জ্যাক রিচার।