Search
Close this search box.
Search
Close this search box.

সুন্দরবন পরিষ্কারে সহায়তা করতে জাতিসংঘ দল ঢাকায়

undpসুন্দরবন পরিষ্কারকরণ কাজে সরকারকে সহায়তা করতে ঢাকায় এসেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। বাংলাদশ সরকারের আহবানে সাড়া দিয়ে জাতিসংঘের দুর্যোগ মূল্যায়ন ও সমন্বয় (ইউএনডিএসি) এর এ দলটি বুধবার ঢাকায় এসেছে বলে জানা গেছে। দলটি সুন্দরবনের ঝুঁকির পরিমাণ হ্রাসে করণীয়সহ বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দেবে।

ইউএনডিপিএর নেতৃত্বে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), মানবিক বিষয়ক সমন্বয় (ওসিএইচএ), যৌথ পরিবেশ ইউনিট (জেইইউ), এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপের সিভিল সুরক্ষা মেকানিজম এতে সহায়তা করছে।

chardike-ad

উল্লেখ্য, ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ডুবে তেল ছড়িয়ে পড়ে বন ও পরিবেশের মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি করে। ১৫ ডিসেম্বর ইউএনডিপি’র কাছে সহায়তা চায় সরকার।

এই প্রেক্ষিতে বুধবার একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল ঢাকায় এসে পৌঁছায়। বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত অতিরিক্ত আরেকটি দল সপ্তাহান্তে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ নিউজ।