কমলাপুরে কন্টেইনার ডিপোতে কাভার্ডভ্যানে ট্রেনের ধাক্কায় তিন জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা সোয়া ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ফোন অপারেটর লিয়াকত আলী শীর্ষ নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন কন্টেইনার ডিপোর সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট কাজ করছে।
তিনি আরো জানান, ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
আহতরা হলেন; নাসির (২২), আনসার সদস্য মিজান (৩৫), বাবুল হোসেন (২৮), অজ্ঞাত পুরুষ (৩৮) এবং অজ্ঞাত নারী (২৯)।
রেলমন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।