বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে তার বাসা থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বনানী ডিওএইচএস মসজিদ রোডের ৯২/এ বাসা থেকে তাকে আটক করা হয়।
কী কারণে তাকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাননি এই পুলিশ কর্মকর্তা।
শমসের মবিনের স্ত্রী সাদিয়া ইয়াসমীন শমসের বলেন, রাত ১১টার দিকে পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দারা তাদের বাসা ঘেরাও করে।
সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।
এর আগে গত বছরের জানুয়ারিতে গুলশানের বাসায় অবরুদ্ধ থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন দেখা করে বেরুলে শমসের মবিনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছিল।


































