Search
Close this search box.
Search
Close this search box.

তাইওয়ানে বিমান বিধ্বস্ত, নিহত ৮

Taioan-biman

তাইওয়ানের ট্রান্সএশিয়ার একটি যাত্রীবাহী বিমান ৫৮ জন যাত্রী নিয়ে  তাইপের একটি নদীতে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ৮ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি।

chardike-ad

তাইওয়ানের কেন্দ্রীয় বার্তা সংস্থা সিএনএর ছবিতে দেখা যায়, তাইপের কিলাঙ নদীতে নিমজ্জিত রয়েছে বিমানটি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দেশটির একটি কর্মকর্তার বরাত দিয়ে সিএনএ জানায়, উচু একটি ব্রিজের সঙ্গে আঘাত লাগার পর বিমানটি বিধ্বস্ত হয়।

এটিআর-৭২ ফ্লাইটি তাইপের সংহান বিমান বন্দর থেকে তাইওয়ানের উপকণ্ঠে কিনম্যান বিমানবন্দরে যাওয়ার জন্য উড্ডীয়নের কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়।

স্থানীয় এক টিভি চ্যানেল জানায়, বিমানের ডজন খানেক আরোহীকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ জন আরোহী ওই বিমানের মধ্যে এখনো আটকা পড়ে আছে। বিধ্বস্ত বিমানের আরোহীদের উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে তাইওয়ানের ট্রান্সএশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হয়।