Search
Close this search box.
Search
Close this search box.

দর্শকসংখ্যায় কোটি ছাড়িয়ে ‘ওডে টু মাই ফাদার’

সর্বকালের সবচেয়ে বেশীবার দেখা কোরিয়ান চলচ্চিত্রের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইয়ুন জে কিয়ুন পরিচালিত ‘ওডে টু মাই ফাদার’। চলতি সপ্তাহে সিনেমাটির টিকিট বিক্রি ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে।

কোরিয়া ফিল্ম    কাউন্সিলের দেয়া তথ্য অনুসারে ছবিটি এ পর্যন্ত ৪৮৯টি হলে দেখেছেন ৮৯ হাজার ৮০৯ জন দর্শক, বিক্রিত টিকিট সংখ্যা ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার ৬৬৪। গত ডিসেম্বরের মাঝামাঝিতে মুভিটি মুক্তি পায়।

chardike-ad

 

ode-to-my-father1 (Custom)

 

এর আগে দ্বিতীয় স্থানে থাকা ‘দ্য হোস্ট’-এর টিকিট বিক্রি হয়েছিল ১ কোটি ৩০ লক্ষ ১০ হাজার।

তবে কোরিয়ায় মুক্তি পাওয়া বিদেশী ভাষার ছবিগুলো বিবেচনায় নিলে ‘ওডে টু মাই ফাদার’ এখনও পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছে। ওই হিসেবে দ্বিতীয় স্থানে থাকা হলিউডের ছবি ‘অবতার’-এর বিক্রিত টিকিটসংখ্যা ছিল ১ কোটি ৩৬ লক্ষ ২০ হাজার। তবে ধারণা কড়া হচ্ছে ‘ওডে টু মাই ফাদার’ খুব শীঘ্রই ‘অবতার’কে পিছনে ফেলবে।

প্রসঙ্গত, সবচেয়ে বেশীবার দেখা কোরিয়ান চলচ্চিত্রের তালিকায় শীর্ষস্থানে রয়েছে গত বছর মুক্তি পাওয়া ‘রোরিং কারেন্টস’। এই ছবিটির টিকিট বিক্রি হয়েছিল ১ কোটি ৭৬ লাখ ১০ হাজারটি।

 

‘ওডে টু মাই ফাদার’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন হোয়াং জুং মিন।