cosmetics-ad

মারকুইস হু’র বিশ্বকোষে কোরিয়ান অধ্যাপক

taeho_jo
অধ্যাপক জো তায়ে হো

কোরিয়ার ইনহা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক জো তায়ে হো সংক্ষিপ্ত জীবনীর বিশ্বকোষ মারকুইস হু’র চলতি বছরের ‘হু ইন দ্য ওয়ার্ল্ড’ মনোনীত হয়েছেন। এর ফলে প্রকাশনাটিতে তাঁর জীবনী অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ৪৫ বছর বয়সী এই কোরিয়ান ডাটা প্রসেসিংয়ে বিশেষ প্রাতিষ্ঠানিক অবদানের জন্য এ সম্মাননা লাভ করেছেন।

মেশিন লার্নিং, সফট কম্পিউটিং ও ডাটা মাইনিং বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে হো’র একশ’রও বেশী প্রবন্ধ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

জীবনচরিত বিষয়ক আন্তর্জাতিক জ্ঞানকোষগুলোর মধ্যে ব্রিটেনের ইন্টারন্যাশনাল বায়োগ্রাফিক্যাল সেন্টার ও অ্যামেরিকান বায়োগ্রাফিক্যাল ইন্সটিটিউটের প্রকাশনা দুটির সাথে মারকুইস হু’ও শীর্ষ তিনে রয়েছে। রাজনীতি, অর্থনীতি, সমাজ, বিজ্ঞান ও কলা বিভাগে বিশেষ অবদান রাখা বাছাইকৃত ব্যক্তিদের জীবনী এখানে অন্তর্ভুক্ত করা হয়।

প্রতিটি জীবনীতে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য-উপাত্ত লিপিবদ্ধ করা হয়।