Search
Close this search box.
Search
Close this search box.

ধোনির সাইট হ্যাক করেছে সাইবার ৭১

dhoni
কিংস ইলেভেন পাঞ্জাবের ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে বাংলাদেশের তরুণদের তৈরি মওকা মওকা ভিডিও ঝুলিয়ে দিয়েছে সাইবার ৭১।

বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্নকারীদের বিরুদ্ধে প্রতিবাদে বরাবরই সরব বাংলাদেশের অন্যতম শীর্ষ হ্যাকার সংগঠন ‘সাইবার ৭১’। আর এক্ষেত্রে দেশের হয়ে প্রতিবাদ হিসেবে সাইট হ্যাক করে প্রতিবাদ জানিয়ে থাকে এই হ্যাকার সংগঠনটি। এ কারণে দেশে বিদেশে বেশ জনপ্রিয় হ্যাকার সংগঠন সাইবার ৭১।

বাংলাদেশের ক্রিকেট দলের সামর্থ্য নিয়ে ভারতের বিভিন্ন হেয় ও নেতিবাচক মনোভাবের প্রতিবাদে সোমবার দিবাগত রাত ২ টার দিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অফিসিয়াল ওয়েবসাইট (http://dhoniworld.com/biography.php) হ্যাক করেছে সাইবার ৭১।

chardike-ad

শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট দলকে অবমাননা করার অপচেষ্টার প্রতিবাদে আইপিএলে পেপসির প্রধান পৃষ্ঠপোষক ক্রিকেট টিম নেস ওয়াদিয়া এবং প্রীতি জিনতার ‘কিংস ইলেভেন পাঞ্জাব’ এর ওয়েবসাইটটিও (http://kxip.in) সোমবার দিবাগত রাত ১ টার দিকে হ্যাক করেছে সাইবার ৭১। এই ওয়েবসাইটটি হ্যাক করেছে সংগঠনটি অন্যতম হ্যাকার হেক্সর আহমেদ।

dhoni-2
ধোনির ওয়েব সাইট