শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৫ মার্চ ২০১৫, ১০:৪২ অপরাহ্ন
শেয়ার

সাকিবের দুর্লভ কিছু ছবি


বাংলাদেশের তো বটেই গোটা বিশ্বেই তিনি বড় এক তারকা। বাংলাদেশ ক্রিকেটের প্রসঙ্গ আসলে যাদের কথা না বললেই নয়, তিনি হলেন সাকিব আল হাসান। আর র‍্যাংকিং বা পরিসংখ্যান বলে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার তিনি। ক’দিন আগেই তিনি পাঁ রেখেছেন ২৮ বছর বয়সে।

এই উপলক্ষ্যে চলুন দেখে নেয়া যাক সাকিবের দুর্লভ কিছু ছবি…

sakib-2

বিকেএসপিতে শিক্ষার্থী থাকাকালীন সময়ের ছবি।

 

sakib-3

মাশরাফি বিন মুর্তজার সাথে কোন এক আড্ডায় তোলা ছবি।

 

sakib-4

প্রথম আলোর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতার পর বন্ধু ও জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের সাথে।

 

sakib-5

২০১০ সালে ঘরোয়া ক্রিকেটে মোহামেডানে যোগ দেয়ার পর, ফুলের মালা গলায় সাকিব।

 

sakib-6

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১৩ সালের আসরের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সাথে।

 

shakib-1

নতুন স্টাইলে সাকিব

এরকম আরো কিছু নিউজঃ


## বাবা হচ্ছেন সাকিব আল হাসান!

## সাকিব পাকিস্তানি ক্রিকেটার!

## সেলফিতে সাকিব-শিশিরের জয় উদযাপন

## বইয়ের পাতায় সাকিব

## সাকিবকে নিয়ে গান