বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৬ মার্চ ২০১৫, ৭:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস


google-doodle

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ডুডলে স্থান পেয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে নান্দনিক এই ডুডলটি এখন শোভা পাচ্ছে গুগলের হোমপেইজে। আজকের ডুডলে দেখা যাচ্ছে, সবুজ অক্ষরে গুগল লেখা। মাঝে একটি লাল সূর্য। আর তার ভেতরে রয়েল বেঙ্গল টাইগারের ছবি। ডুডলের ওপর মাউস পয়েন্টার রাখলেই লেখা উঠছে- Bangladesh Independence Day। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে গুগল তাদের গ্রাফিক উপস্থাপনা দিয়ে সাজায় হোমপেইজ। যা ডুডল নামে পরিচিত।