Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্ব মিডিয়ায় কামালের পদত্যাগ

kamal

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির পদ থেকে গতকাল পদত্যাগ করেছেন আ হ ম মুস্তাফা কামাল। আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগ করার পর আ হ ম মুস্তফা কামালের ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্য বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে বিশ্ব মিডিয়ায়।

chardike-ad

ব্রিটিশ মিডিয়া বিবিসি, রয়টার্স, গার্ডিয়ানসহ ভারতেরও বিভিন্ন মিডিয়ায় মুস্তফা কামালের পদত্যাগ সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ স্থানে।
তবে আইসিসিও শুধু কামালের পদত্যাগপত্র গৃহীত হয়েছে জানানো ছাড়া আর কোনও মন্তব্য করেনি ।

‘বিশ্বকাপে তিরস্কৃত হওয়ার পর মুস্তফা কামালের আইসিসি সভাপতি হিসেবে পদত্যাগ’ শিরোনামের প্রতিবেদনে বিবিসি লিখেছে, ‘তথাকথিত ‘বিগ থ্রি’ ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া ২০১৪ সালে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গঠনতন্ত্র পরিবর্তন করার পর আইসিসি সভাপতির পদটি সম্মানসূচক পদে পরিণত হয়।’

রয়টার্স তাদের শিরোনাম দিয়েছে, ‘তিরস্কৃত কামাল আইসিসি প্রেসিডেন্টের পদ ছাড়লেন’

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, ‘অনৈতিক বিষয়াদি’ ফাঁস করে দেওয়া হবে এমন হুমকির একদিন পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সহকর্মীদের সমালোচনা করে পদত্যাগ করেছেন মুস্তফা কামাল’।

‘খারাপ মানুষ’দের কঠিন আক্রমণ করে আইসিসি সভাপিত মুস্তাফা কামালের পদত্যাগ’ শিরোনামে লেখা প্রতিবেদনটিতে তারা আরও লিখেছে, ‘আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন ট্রফি হস্তাস্তর করে কামালকে ভারত ও আইসিসির শীর্ষ ম্যানেজমেন্টের ব্যাপারে কঠিন আক্রমণাত্মক হওয়ার সুযোগ করে দেন, যাদের তিনি ‘খারাপ মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন।’

দৈনিক হিন্দুস্তান টাইমসের শিরোনাম, ‘বাংলাদেশের মুস্তফা কামাল আইসিসির সভাপতি হিসেবে বিদায় নিয়েছেন, বলেছেন এটা এখন ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।’

তারা লিখেছে, ‘মুস্তফা কামাল আইসিসির সভাপতি হিসেবে বুধবার পদত্যাগ করে বলেছেন, তাকে বিশ্বকাপ ট্রফি দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে একটা ম্যাচ ফিক্সিং করার অভিযোগ তোলার পর।’

ইন্ডিয়ান এক্সপ্রেস শিরোনাম দিয়েছে, ‘দলের জন্য আইসিসি প্রসিডেন্টের পদ ছাড়লেন মুস্তাফা কামাল’

কলকাতার দৈনিক আনন্দবাজার লিখেছে, ‘বিশ্বকাপজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে শনিবার রাতে আইসিসির জনাকয়েক সদস্যকে নিয়ে বেসরকারি বৈঠক করেন আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন।

সেখানেই তিনি কামালকে বলে দেন, আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙেছেন কামাল, ফলে ট্রফি দেবেন শ্রীনিবাসনই। অথচ আইসিসির প্রেসিডেন্ট হিসেবে এ সম্মান প্রাপ্য ছিল কামালেরই। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়; কিন্তু কোনো সুরাহা হয়নি। পুরস্কার বিতরণের দিনও আইসিসি সভাপতিকে দেখা গিয়েছিল সহকর্মীদের কাছ থেকে দূরেই।’

ক্রিকেটের জনপ্রিয় অনলাইন পোর্টাল ইএসপিএনক্রিকইনফো লিখেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া সংবাদ সম্মেলনের বক্তব্য ‘এখন থেকে আইসিসির সাবেক সভাপতির বিবৃতি হিসেবে উল্লেখিত হবে।’

সিডনি মর্নিং হেরাল্ডের শিরোনাম- ‘বিশ্বকাপে তিরস্কৃত হওয়ার পর আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামালের পদত্যাগ’