Search
Close this search box.
Search
Close this search box.

চার্জ হতে সময় লাগবে মাত্র এক মিনিট

Smartphone-Batteryস্মার্টফোনের চার্জ না থাকা নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই ব্যবহারকারীদের। যখন তখন চার্জ শেষ হয়ে পড়তে হয় বিপদে। প্রয়োজনের সময় পড়তে হয় মহা ঝামেলায়। আশার খবর হলো সেই দিন বোধহয় শেষ হতে চলেছে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এমন এক ব্যাটারি তৈরি করেছেন, যা ফুলচার্জ হয়ে যাবে মাত্র এক মিনিটে। ফলে স্মার্টফোন চার্জশূন্য হয়ে পড়লেও দ্রুতই আবার ফুলচার্জ করে নেওয়া যাবে।

টেলিগ্রাফ অনলাইনের খবরে জানা গেছে, যুক্তরাস্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অ্যালুমিনিয়াম দিয়ে এমন এক ব্যাটারি আবিস্কার করেছেন, যা ফুলচার্জ করতে লাগবে মাত্র এক মিনিট।

chardike-ad

বর্তমানে বহনযোগ্য ইলেকট্রিক ডিভাইসে ব্যবহার করা হয় লিথিয়াম ও অ্যালকালাইন ব্যাটারি। যা পরিবেশের জন্য শতভাগ নিরাপদ নয়। এ ছাড়া ফুলচার্জ করার সময় সাপেক্ষ যন্ত্রণা তো আছে। সব মিলিয়ে এই ব্যাটারির উন্নত বিকল্প হতে পারে অ্যালুমিনিয়ামের নতুন ব্যাটারি।

নতুন এই ব্যাটারি বাজারে এলে বদলে যাবে স্মার্টফোন ব্যবহারের ঐতিহ্য। চার্জের দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন ব্যাবহারকারীরা।